এটাই তো এখন পাশে থাকা..
অযথা উপদেশ সামনে গিয়ে পিঠ চাপড়ে স্বান্তনা বা ঝুড়ি ঝুড়ি জ্ঞান বর্ষণ কোনো সমাধান নয়।
কেন এমন অবস্থা হল আক্ষেপে উৎস খোঁজার
মধ্যেও নেই কোন বাহবা!
আক্রান্ত আপনজনদের সুস্থ কামনা একমাত্র পথ,
পাশে থাকার দৃষ্টান্ত হোক।
মারণ রোগে উত্তাল দ্বিতীয় ঝড়ে বেসামাল হয়েছি সবাই, ভয়ে সেঁধিয়ে যাওয়া কাছের মানুষগুলোর মৃত্যুকাতর মুখ ,অক্সিজেন বেড অপ্রতুলতায়, হাহাকার শুনে দূর থেকেই প্রার্থনা বর্ষিত হোক, যতটা সম্ভব নিজেকে,পরিবারের আপনজনদের
সুরক্ষার বাতাবরণে সার্বিক ভালো রাখা যায়।
যন্ত্রনা ক্লিষ্ট পরিচিত বন্ধুবান্ধবদের এমন বিপদে, পরিষেবার সুবিধা খুঁজে দেওয়ার মধ্যে মনুষ্যত্বের
বীজ বপন,আসল সার্থকতার খোঁজ।
দ্রুত সুস্থ হয়ে উঠুক ক্ষতবিক্ষত বসবাসের অযোগ্য হয়ে ওঠা আমাদের প্রিয় ভরসাযোগ্য সবুজ শ্যামল ভালোবাসার আধার পৃথিবী,
চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতার উই ঢিপিতে
থাবা বসায় অতি আধুনিকতা।
স্বার্থপর বলয়ে নেশাতুর জীবনযাত্রার মাঝে
হঠাৎ এমন মরণ ঝাঁকুনি হোঁচট !
পাশে আছি সব ঠিক হয়ে যাবে এই ভরসার কণ্ঠে
প্রাণ পাক মৃত্যুর মুখে পাঞ্জা লড়া মানুষগুলো।