অবকাশে জন্মেছে যে প্রেম
ব্যস্ততার নিরিখে সে কি মৃত?
যদি তাই হয় শুধু কি প্রেম,
অনুভূতি, অভিমান, অভিযোগ, সময়
সকলই তো বৃথা, ব্যর্থ l
সিগারেটের ধোঁয়ায় কুয়াশাগ্রস্ত
তোর প্রেমের ঘরটা l
একাকিত্ব মাখা অশ্রু
নিয়েছে জলীয়বাষ্পর রূপ!
তোর উষ্ণ স্পর্শে ঊর্ধ্বগামী
ঝড়ে পড়বে বারি রূপে l
কোনো এক চিলেকোঠায়
রঙিন খামের ভাঁজে
বেরঙিন তোর কথাগুলো
দীর্ঘশ্বাস ফেলছে আজও l
আমি তো ভীষণ ভাবে
তু্ই নামক মায়ায় জর্জরিত,
আবার যদি অবকাশ আসে
ফিরে আসিস আমার কাছে l
রাতজাগা চোখের কোলে
পড়েছে ব্ল্যাক সার্কেল,
দেওয়াল হতে খসে পড়া চুন
চায় চুলচেরা বিশ্লেষণ..
আবার কবে রঙিন হবো?
তোর আদরে সাজানো ঠোঁট
সিগারেট প্রেমী আজ l
অবকাশ পেলে জানাস
শীতল বাতাস আর একমুঠো রোদ্দুর
যাবো নিয়ে, তোকে আনতে!