ফুল তুমি তো কত সুন্দর; তবে কতক্ষণ!
যতক্ষণ তুমি গাছেতেই থাকো
আর গাছের শোভা বাড়াও,
দেখে মনে হয় যেন তুমি প্রাণ খুলে হাসছো
কিন্তু যখন কেউ তোমাকে বৃন্ত থেকে ছিঁড়ে
তুলে নেয়,
তখন কি তুমি সুন্দর থাকো!
না তোমার সুন্দর থাকতে ইচ্ছা করে!
আর গাছের ঐ প্রাণ খোলা হাসি ম্লান হয়ে যায়।
পাখি তুমি কতো সুখী, মনের আনন্দে আকাশে
ডানা মেলে উড়ে ঘুরে বেড়াও, গান করো!
তবে কতক্ষণ!
যতক্ষণ তুমি স্বাধীন
যখন তোমাকে জোর করে খাঁচায় বন্দী করে
রাখা হয়, তখন ছটফট করো,
গান ভুলে যাও, বিষন্ন মনে শুধু আকাশের দিকে
তাকিয়ে থাকো ।
নদী তুমি তো আপন বেগে কলকল রবে কেমন
বয়ে চলেছো!
এ চলায় কতো ছন্দ! কতো প্রাণবন্ত থাকো তুমি
যখন তোমার চলার গতি স্তব্ধ করে দেওয়া হয়
তখন তুমিও হারিয়ে ফেল চলার ছন্দ,
প্রাণহীন হয়ে পড়ো তুমি ।
ঈশ্বর তো তাঁর সকল সৃষ্টিকে স্বাধীন করেই বানিয়েছেন
তবু তারা আজ পরাধীন হতে বাধ্য
সবলের কাছে দুর্বল চিরকাল পরাধীন হয়ে থেকেছে,
আর তারা হারিয়েছে তাদের আনন্দ, হাসি, স্বপ্ন।