নিশীথ রাতে তন্দ্রালু দুটি আঁখি
কাব্য যখন কথা বলতে চায়…
ঐকতানে ভাবুক সকল পাখি
ঈগল দেখে ওরা যে ভয় পায় !
কাঙ্ক্ষিত হৃদয় অলীক কল্পনা
তরঙ্গিনীর ঊর্মিমালায় ভাসে
অপেক্ষাতে যেদিন আসে পূর্ণিমা
বিভাবরীর ইন্দু কেমনে হাসে !
উরণচন্ডী বাউল একখানা
থোকা থোকা শিউলী ফুলের ঢল
কোথায় পাবো সে মুখ চাঁদপানা
ইচ্ছে করছে এখুনি যাই চল ।
বৃত্তান্ত শুনেই মন উশখুস
আগমনীর ভীষণ আপ্যায়ন
সন্ধ্যা তারার মন যে আজ খুশ
কণ্ঠ হারে কাঁটার কাল যাপন।
শীতের শেষে সকল পাতা ঝরে
নিশিপদ্ম পাপড়ি ছড়ায় সাঁঝে
পুলক যখন দীর্ঘশ্বাসে মরে
প্রলয় আসে মহাকালের মাঝে !