প্রযুক্তি গিলে খায় প্রজন্মের হাতিয়ার
প্রযুক্তি গিলে খায় সময়; সমাজ-সংসার
প্রযুক্তি গিলে খায় যৌবনের মাথাগুলো
ভবিষ্যতের জন্য রেখে যায় পচা মাঠ আর পরিত্যক্ত পচা ধুলো।
প্রযুক্তি গিলে খায় শ্রদ্ধা; ভক্তি; ভালোবাসা; প্রেম-প্রীতি–
আমাদের রেওয়াজ রীতি, আমাদের সংসার ও সংস্কৃতি,
প্রযুক্তি গিলে খায় বিবেক আর আবেগ
প্রযুক্তির চরণে আছাড় খায় আমাদের সাবেক।
প্রযুক্তি গিলে খায় আমাদের সভ্যতা;
প্রযুক্তি গিলে খায় আমাদের নম্রতা।
প্রযুক্তি এনেছে গতি করেছে ক্ষতি
উচ্ছন্নে গেছে নব প্রজন্ম, যুব-সমাজের হয়েছে অবনতি,
প্রযুক্তির ভারে অনলাইন গেইমের মজার চারিধারে
আমাদের সভ্যতাকে সবই দিয়েছে এই প্রযুক্তি
দেয়নি শুধু প্রকৃত মানুষ হওয়ার যুক্তি।