প্রিয়জন না প্রয়োজন যে
কোনটা ভালো বলি,
নিজের মনে প্রশ্ন করে
লাভের দিকে চলি।
চাহিদা যে অসীম মোদের
প্রিয়জন তাই ছাড়ি,
টাকার দরকার এতো বেশি
সবার সঙ্গে আড়ি।
প্রিয়জন যে পিছু টানে
দরকার পাল্লা ভারী,
যখন তুমি বিপদ দেখো
ভাগ্যের কাছে হারি।
প্রিয়জন না প্রয়োজন যে
কোনটা ভালো বলি,
নিজের মনে প্রশ্ন করে
লাভের দিকে চলি।
চাহিদা যে অসীম মোদের
প্রিয়জন তাই ছাড়ি,
টাকার দরকার এতো বেশি
সবার সঙ্গে আড়ি।
প্রিয়জন যে পিছু টানে
দরকার পাল্লা ভারী,
যখন তুমি বিপদ দেখো
ভাগ্যের কাছে হারি।