প্রেমের পরিধি বানে বিকেল বৈরাগ্য ভেসে যায় ,
অবসর সরোবরে বেখাপ্পা ফুটে ওঠে বিনুনির ফুল ।
সামাজিক সংসারে , সময়ের একনিষ্ঠ সাধক হবার সাধনা
প্রতিপদে চুরি করে দ্বারকার প্রবাসী প্রেমিক।
এক আশ্চর্য রোমান্টিক রোদ এসে মুছে ফেলে
শারীরিক দৈর্ঘ্যের স্বাভাবিক ছায়ার বিন্যাস ।
সুখী সুখী বটের ঝুরির ভীড়ে বড়ো অপ্রস্তুত আমি ,
মনবীজ পঙক্তির খাঁজে গুঁজে রাখি ।
কোনোদিন ঝরে পড়া কুঁড়ির বিরহ টানে
একছুট প্রজাপতি প্রশ্বাসে কবিতার কুহু কানে
বেমানান নীরব রোমাঞ্চ রহস্য লিখে যাবো ।