অপেক্ষার সকল স্তব্ধ প্রাচীর ভেঙে
অভিমানের পর্বতমালা দুই হাতে সরিয়ে
চোখে চোখ রাখার অভিযোগে প্রথম সমীকরণ
বিরহগাথা পংক্তিমালায় প্রাণশক্তি করেছি বরণ।
হৃদপিন্ডের নিষ্পাপ সরলতায় হচ্ছি গ্রাস
মুগ্ধতার অসীম মনজ্বরে লাজুক প্রশ্নরাজ
সপ্নসম মুখচ্ছবিতে জাগে দুরন্ত অভিসার
রুদ্ধ-স্বরে ভীরু লাজে রাঙা প্রেমের মনিহার।
জাগ্রত হৃদয়ের প্রতিটি কোনায় আলোকিত
প্রকৃতির অমিয় মিলন বীণার প্রণয়োল্লাস
হৃদয় মাতানো কাব্য-গানের অজানা কথামালা
বিস্তৃত দিগন্তে মুক্ত-বিহঙ্গের অনন্ত পথচলা।
স্মৃতির আবেশে গভীর আলিঙ্গনে প্রকম্পিত
আবেগী জ্যোৎস্নায় উড়ন্ত নিশীথ স্বপ্নঘুড়ি
অজস্র নির্জনতায় সুখের অনুভুতি হৃদয় জুড়ে
সীমাহীন ত্যাগ গোপনে প্রোথিত ভালোবাসার শিকড়ে।