কেউ বলে প্রথম বসন্ত,কেউ বলে পহেলা ফাগুন !
আমি বলি দীর্ঘ নিঃশ্বাসে শরীরে জ্বলেছিল কামনার আগুন,
তোমার চোখের ভাষায় ব্যাকুল হাজার তরঙ্গিণী,
পলাশের মাতাল বাতাসে ছিলে আমার সঙ্গিনী l
তৃষিত হৃদয়ে রঙিন স্বপ্ন শুনিয়েছিল ধ্বংসের পূর্বাভাস,
মেঘের মিছিলে কাঁপা আবেগেও অক্লান্ত আমার দীর্ঘনিঃশ্বাস l
তুমি ছিলে প্রথম বসন্তের আকস্মিক স্নিগ্ধ শীতল হাওয়া,
অবহেলার চাদর জড়িয়ে স্মৃতিটুকুই কপালে ছিল যা পাওয়া l
উপেক্ষার সহিত লুকোচুরি খেলায় শুনেছি অট্টহাসি,
মেনে নিয়েছি বিনয়টুকু,কারণ তোমায় ভালোবাসি l
নির্লজ্জের মতো আলিঙ্গন করে নিয়েছিলাম অনাকাঙ্খিত অবহেলা,
মিষ্টি দুপুরে করুনার স্রোতে ভাসিয়েছিলাম প্রেমের ভেলা l
অজানা মোহে নিঃসংকোচে হয়েছিলাম তোমার উপেক্ষার দাস,
তোমরা বলো প্রথম বসন্ত,আর আমার দীর্ঘনিঃশ্বাস l
দীর্ঘশ্বাসে মগ্ন এই ভাবাবেগকে দিয়েছি কবিতার রূপ,
ঝরে পড়া নক্ষত্রের ন্যায় অস্থায়ী বসন্ত স্বরূপ ll