ভূমিষ্ঠ হইনু যবে , ধরণীর’ পরে ,
হেরেছিনু পৃথিবীর, প্রথম আলোক।
জননীর কোলে শুয়ে , দেখেছিনু তাঁর,
হাসিমাখা মুখশশী, অমল পুলক।
প্রকৃতির শোভা হেরি , আকুল পরাণ,
চেয়ে চেয়ে আঁখি মোর, ফিরাতে না পারি।
এ হেন দৃশ্য আমি , হেরিনু প্রথম ,
রেখেছি হৃদয় পটে , স্মৃতিখানি তারি।
হেরিনু প্রথম যবে , জলধির রূপ,
বিশাল বিপুল তার , হেরিয়া বিস্তার।
ভাবিনু মানুষ কত , অসহায় ভবে ,
এ মহা সৃষ্টির মাঝে , নাহিকো নিস্তার।
পাহাড়ের পাদমূলে , দাঁড়ায়ে যখন,
হেরিনু তাহার রূপ , এ দুটি নয়নে।
সৃষ্টির স্রষ্টারে ভাবি , হইনু মগন,
বারম্বার প্রণমিনু ,তাঁহার চরণে।