Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রত্যাশা || Sibani Gupta

প্রত্যাশা || Sibani Gupta

সুখে দুখে দোঁহে ছিনু প্রেমে মোহে
মনে ভরা ছিলো প্রীতি,
হাসি গল্পে গানে মিশে প্রাণে মনে
দিন কেটে যেতো নিতি।

হাতে রেখে হাতে থাকা এক সাথে
বেশ থাকা রসে বসে,
দুখ ভোগ শত দূরে যেতো তত
বাঁধা এলে যেতো খসে।

আশা ভরা মনে প্রীতি রীতি সনে
সুরে সুরে ভরে থাকা,
ছুঁয়ে যেতো মন সূখে তে তখন
হৃদি মাঝে মধু মাখা।

কিযে হলো হায় বোঝা নাহি যায়
কোথা যাবো কারে বলি,
সখা গেলো চলে ভাসি অশ্রু জলে
কোন দোষে গেলো ছলি!

খুঁজে ফিরি তারে দ্বার হতে দ্বারে
কথা ফিরে নানা মুখে ,
বুক ফেটে যায় পথ পানে চায়
দিন যায় শুধু দুখে।

একা কাটে দিন মন ব্যথা লীন
সুখ পাবো কোথা গেলে,
কেন চলে গেলো মন এলো মেলো
ঘরে একা মোরে ফেলে।

হলো কিসে ভুল পাই নাকো কুল
ভেবে ভেবে জ্বলে মরি,
আসে যদি ফিরে ছোট এই নীড়ে
দেবো তারে প্রেমে ভরি।

লোক মুখে শুনি অপ গুনে গুণী
মনে জানি সব মিছে,
মনে নেই কাঁদা হৃদি তার সাদা
তাই ছুটি তার পিছে।

আসে যদি ঘরে তবে মন ভরে
মিঠে কথা যাবো বলে,
মন দিলে তবে সুখ আসে যবে
দোষ সব যাবে চলে।

হৃদি মাঝে মন শ্রী বৃন্দাবন
শ্যাম সখা করে রাস,
প্রভু বলে ডাকি দাও খুলে আঁখি
ধরা তলে জীব নাশ।

চেনা মত মুখ দেখে জাগে দুখ
বন্ধু সেজে রয় পাশে,
কানা কানি করে ঢলে ঢলে পড়ে
ছল কথা বলে হাসে।

আছো সখা যেথা প্রীতি ভাবে সেথা
থেকো তুমি সুখী মনে,
আমি শুধু একা কপালের লেখা
ভেবে সুখ পাই মনে।

ছেড়ে চলে গেলে কি বা সুখ পেলে
বলো যদি একবার,
সব দোষ ভুলে ভরে দেবো ফুলে
এসো ফিরে মোর দ্বার।

কত সাধ ছিলো বিধি হরে নিলো
মন্দ সময় রে হায়,
দেখা হবে কিনা মন প্রেম হীনা
ভূমি তলে নতি তায়।

আমি চিন্তা জ্বরে কালী নাম স্মরে
দাও যদি ওগো দেখা,
দাবী কিছু নাই কৃপাটুকু চাই
তার তরে চিঠি লেখা।

মাগো কালি মাতা তুমি হলে ত্রাতা
দাও তবে পদ ছায়া,
ফিরে আসুক সেজন চায় আজ মন
দেবো ঢেলে তারে মায়া।

দিনেরাতে দেখি বসে আমি লেখি
সাদা পাতা যায় ভরে,
আসো যদি ঘরে দেখো তবে পড়ে
দুখ শোক যাবে সরে।

কেন মিছে বলে মন নিলে ছলে
সাধারণ আমি নারী,
ভালো বাসো জেনে নেই সব মেনে
দুখ মিলে তাতে কাঁড়ি।

ভব মাঝে এলে যেতে হবে চলে
পুঁথি মাঝে লেখা দেখি,
তবে কেন হায় বোধ নাহি তায়
চারপাশে শুধু মেকি।

বোধ নাহি মানে ছুটি তাঁর টানে
চোখে আসে জল ভরে,
মন নাই মনে চিন্তা বিষ সনে
হিয়া কাঁপে একা ঘরে।

সব বুঝি শেষ নেই মায়া লেশ
মন বেঁধে রাখি পণে,
আশা নাহি আর ঘুচে যাক ভার
স্মৃতি সব মুছি ক্ষণে।

যার নাম নিলে মনে সুখ মিলে
আমি হবো সুখী তাতে,
মজে তাঁর নামে থাকি শুধু ধ্যানে
জপ মালা নিয়ে হাতে।

মনে ভরে আলো ঘুচে সব কালো
হৃদি মাঝে প্রেম জাগে,
প্রভু সেরা ধন জেনে গেছে মন
থাকি তাই অনুরাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *