প্রত্যাবর্তন করবো আবার
মা’গো পৃথ্বী মাঝে,
বীরাঙ্গনা রূপে ধরায়
আসবো নবীন সাজে।
থাকবো না আর অসহায় হয়ে
মনে ভীতি ধরে,
বিগত দিনের লাঞ্ছনার শোধ
নেবো উসুল করে।
কত নির্ভয়া,অভয়া,তিলোত্তমা
বিচার না পেয়ে,
কালের গর্ভে কাঁদছে গুমরে
অপরাধীর শাস্তি চেয়ে।
প্রতিবাদী বিবেক জাগ্ৰত করতে
হতাশার দরবারে সবে,
অমাগ্ৰাসহীন সভ্যতার প্রত্যাবর্তন
আনবো নিশ্চিত ভবে।
প্রতিশ্রুত হলাম থাকবো মা’গো
মানব চেতন সাথে,
গর্জন মন্দ্রিত মানববন্ধনে
সর্বদা দিনে রাতে।