কখনো দাঁড়িয়ে দেখছো নিজের প্রতিবিম্ব
আয়নার ওপাশে?
ভাঙাচোরা মুখ, বিবর্ণ হৃদয় সব প্রতিফলিত হয়।
শুধু দেখার দৃষ্টির অভাব।
প্রসাধনীর আড়াল রেখে আসল চেহারা লুকোই
পাছে বেরিয়ে আসে কদর্য রূপ!
সময়ের যাঁতাকলে তুমি, আমি দুজনেই,
নিজেকে লুকোনোর করে চলেছি ব্যর্থ অভিনয়।
মরীচিকার মতো প্রতিবিম্বিত হয় মেকি চেহারা।
যাকে দেখা যায় সে তুমি কিংবা আমি নয়,
অন্য কেউ।