ক্লোরোফিল অভাবে ক্ষয়ে যাওয়া ব্যক্তিত্ব,
আরো হলদেটে,বিবর্ণ হয়ে ধরা দিলে,
দাঁত, নখ বের করা হিংস্রতা বার্তা দেয়,
হেরে যাওয়া মানুষের প্রতিবিম্ব।
নিয়ম করে তবু প্রতিদিন সূর্য ডোবে,
আঁধার ঘনায়,ভোরের নরম আলোয় প্রাণসঞ্চার।
ভেসে আসা মহালয়া নতুন আশার জন্ম দেয়।
তবুও পাল্টে যাওয়া অবিচল তুমিটা,
আত্মমগ্নতার চোরা স্রোতে ভ্রুক্ষেপহীন যাপনে
ঠোক্কর আঘাতে ক্রমশ আরও নিমজ্জিত..!