নাই বা এলে তুমি
প্রতিবিম্বে পাল তুলেছি
দূরত্বে ঝুমঝুমি ।
নাই বা হলো দেখা
স্মৃতির শায়ক শব্দভেদী
মনেই দৃশ্য লেখা ।
নাই বা হলো মিল
মাথুর মধুর বিধুরে টান
বিষাদ বৃক্ষ ঢিল ।
নাই বা হলো পাওয়া
পাওয়ার পীড়ায় প্রেমের পতন
এক গালে হাত চাওয়া !
তাই কি রাখো ফাঁক ?
রোমাঞ্চিত রোমের ফাঁকে
পেতেছি মৌচাক ।
আসবে যখন আবার
মন জমানো মধুর মেঘে
বৃষ্টি হবো তোমার ।