প্রতিবার আমি যত দূরেই যাই,
ততটাই পেছোই তোমারই কাছে প্রতিবার।
সেই থেকে যখনই তোমায় ডেকেছি, ডেকে ডেকে ক্লান্ত, বরাবর নিরুত্তর থেকেছো প্রতিবার।
এও জানি,আমি তোমার কেউ নই,,, থাক না তোমার বুকের গভীরে আর কারো বাস!
ভাবছো হিংসে, একদমই নয়……
প্রতিবার যখন তোমার গান শুনি, দুঃখজাগানিয়ার গানের সুরে হৃদয় জুড়ানো যেন কোন এক অন্ধ কবির গান।
ঝিরঝিরে সেই আকাশ চুঁয়ানো, বৃষ্টি ভেজা গান, প্রতিবার তখন ধন্যবাদ নয়।
মন্দবাসায় ঘর আমার, প্রতিবার মন্দবাসায় না হয় মনে করো আমায়।
ইচ্ছে না হলেও মনে করো, যদি আনমনে কখনো থাকি তোমাতে প্রতিবার,
তখন দূরে,বহুদূরে চেরাপুঞ্জিতে সবুজ গাছ হয়ে ভিজতে থাকি আমি বৃষ্টি ভেজা গানে, তোমার সাথে তোমার হয়ে প্রতিবার।।