প্রতিবাদ তো হবেই হবে
এখানে হবে;
এখানে না হয় ওখানে হবে
ওখানে না হয় সেখানে হবে
সেখানে না হয় অন্যখানে হবে,
প্রতিবাদ তো হবেই হবে।
প্রতিবাদ আমার মাথায় ঘোরে
প্রতিবাদ আমার কথায় নড়ে;
প্রতিবাদের সুর যাক বহুদূর
আমি তবু যাবো না সরে,
প্রতিবাদ তো হবেই হবে।
কথায় হবে;
ব্যথায় হবে;
জ্বালায় হবে;
মালায় হবে;
প্রতিবাদ তো হবেই হবে।।
প্রতিবাদের চাকা না হয় ঘুরবে একা একা
অন্যায়;অত্যাচারের সাথে হবেই তো.. হবেই তো দেখা
বিষধর সাপের মতো তুলবো ফনা
এটাই আমার কলম
এটাই তার বর্ণনা।
প্রতিবাদ তো হবেই হবে।।
প্রতিবাদ হবে মাঠে; ময়দানে; পাড়ায়-পাড়ায়
সবখানেই আমার কলম সাহসিকতায় গড়ায়;
আমার কলম ও আমি এ যে এক শক্ত খুঁটি
যেন রোদের তেজে ফাটছে মাটি
কলমের ডগায় বিদ্রোহের ছবি আঁকছে আজও কোন কবি।
প্রতিবাদ তো হবেই হবে।।
প্রতিবাদের ভাষায় আমাকে তোমরা পাবেই পাবে
এখানে না হোক;
ওখানে না হোক;
সেখানে না হোক;
আমার কলমের ডগায় তুমি প্রতিবাদ খুজে পাবেই পাবে।