বাতাস কে পাঠিও না
বড় এলোমেলো করে দেয় জীবনের সব কিছু
যতবার ঘর বেঁধেছি ওকে নিয়ে
বাতাস নিয়েছে পিছু
ভেঙে গেছে ঘর বারবার
চারিদিকে ভরে গেছে হাহাকার ।
নদীকে পাঠিও না
ওর বুকে আছে ভাঙনের চীৎকার
সব কিছু ধুয়ে মুছে করে দেয় একাকার
পাহাড় কে পাঠিও না
ওর মাথায় আছে ধবল তুষার
শুধু শীতলতা এনে দেয়
কেড়ে নেয় যাবতীয় উত্তাপ
ফুল পাখি কার আছে ওর থেকে বেশি রূপ
ওকে দেখে লজ্জায় চাঁদ ও পালায়
ও হাসলে সব গাছেদের জ্বর সেরে যায়
ও আমার বুকের মদিরতা
হৃদয়ের আঁকা চিত্রিতা শুধু আমার জিনিয়া ।
প্রকৃতি ওকে হিংসা কোরো না ।
ও