তোমার সৌন্দর্য দেখে অভিভূত চাঁদ, গোপনে লজ্জায়,
পুকুরের জলে এসে ডুব দিতে চায় –
এমন এক অকৃত্রিম, নিবিড় সন্ধ্যায়।
অথচ প্রকৃতই, ডুবতে পারে না জলে
একা ভেসে থাকে
তোমাকে লুকিয়ে দেখে, মুগ্ধ হবে বলে।
তোমার সৌন্দর্য দেখে অভিভূত চাঁদ, গোপনে লজ্জায়,
পুকুরের জলে এসে ডুব দিতে চায় –
এমন এক অকৃত্রিম, নিবিড় সন্ধ্যায়।
অথচ প্রকৃতই, ডুবতে পারে না জলে
একা ভেসে থাকে
তোমাকে লুকিয়ে দেখে, মুগ্ধ হবে বলে।