ছোট ছোট খোকা খুকু
শুনবে তোমরা গল্প,
পান্তা বুড়ির গল্প জানি
শোনাবো তবে অল্প।
পাকা চুলের পান্তা বুড়ি
থাকত নদীর পাশে,
লোকের বাড়ি চুপটি করে
পান্তা খেয়ে আসে।
গরম কালে পান্তা বুড়ি
পান্তা শুধুই খাবে,
লাঠি নিয়ে এদিক ওদিক
পান্তা খুঁজতে যাবে।।
ঠান্ডা ঠাণ্ডা পান্তা খেলে
শরীর জুড়ায় নাকি,
একটি মাত্র ছেলে বুড়ির
থাকে জানি টাকি।।
পান্তা বুড়ি আসলে কে
পেত্নী জানো না’কি
মামদো ভূতের দিদি উনি
ছিল আমার কাকি।
আমার বাড়ি মাঝে মাঝে
উঁকি ঝুঁকি মারে
সারা পাড়া ঘুরে বেড়ায়
চেপে আমার ঘাড়ে।