নেপাল দেশের পেটুক রাজার
হেশেল ঘরে নিলে খোঁজ,
দেখতে পাবে রাতবিরেত নেই
চলছে রাজার মহা ভোজ।
দিনে সাপের মুড়ো ভাজা
রাতে বানর কলজে সুপ,
পেটুক রাজার নিত্য যে চাই
নইলে দেখায় অগ্নি রূপ।
বিরিয়ানি মাংস পোলাও
মন্ডা মিঠাই সবই চাই,
খাওয়ার পরে পেট বাজিয়ে
হেসে বলে তাইরে নাই।
মন্ত্রী উজির ব্যস্ত সদাই
কিসে রাজা থাকেন খুশ,
গন্ডার মাংস চাইলে খেতে
ভয়ে তাঁরা পালায় ফুস।