রক্তের ফোঁটাগুলি একটু একটু ক’রে
জমতে জমতে
এখন একটা প্রকাণ্ড মহাদেশ।
২
আমি উত্তরে, দক্ষিণে
পূবে, পশ্চিমে
যেদিকে তাকাই
দেখি হাজার হাজার
লাল পতাকার মতো
রক্তমাখা মানুষের মুখ
ঊর্ধ্বে আন্দোলিত হচ্ছে।
৩
যেখানেই মানুষের লড়াই
সেখানেই জহ্লাদের খড়্গ,
যেখানেই দেয়ালের লেখা
আগুনের মতো গরম
সেখানেই পথ হাঁটার রাস্তাগুলি
মানুষের রক্তে পিচ্ছিল।
৪
জহ্লাদেরা জানে না
তারা চোখ রাঙিয়ে
আমাদের প্রতিজ্ঞাগুলিকেই
ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে।