পাড়ার দাদা নিচ্ছে চাঁদা
চাঁদার পয়সায় দেখায় তারা বাহুল্যতা
মায়ের পূজো; বাবার পুজো; দাদার পূজো; দিদির পুজো;
তাতে নাইবা থাকুক আমজনতা
থাকলে হবে শুধুই নেতা
পুজো তো একটা অজুহাত
দেখবি কত নোট কমাবো?
মন মাতাবো ;আনন্দে করবো কত বাজিমাত
আরো কত আলো হবে; ভালো হবে
জম জমাটী আড্ডা হবে
হবে খাওয়া দাওয়া
হবে নাচন কোদন
লোকের পয়সাতেই করবো সকল বিনোদন
কেন? কেন?
লোকের পয়সায় কেন?
ধুর বোকা। কিছুই বুঝিস নে যেন!
নেব, খাবো,রাখবো, সরকারের টাকা
ওগুলোতেই তো ভরবে আমাদের পকেট ঘুরবে তরতরিয়ে ভাগ্যের চাকা
রাখ ওসব চিন্তা সব
হবে মহোৎসব, হবে বনভোজন
পুজো মানেই ভোগ, পূজো মানেই মনোরঞ্জন।