দুই বিড়ালে ঝগড়া করে
গরর গরর রবে
মেনি হুলোর খুনসুটি গো
বন্ধ হবে কবে!
মেনি বিড়াল ভীষণ দুষ্টু
লাফালাফি করে
হুলোর আবার শান্ত স্বভাব
ভেংচি কেটে মরে।
মেনি বলে হুলো মশাই
ভেংচি কেন দিলে
গরর গরর করে বলে
খাব তোমায় গিলে।
হুলো বলে রাগ করো না
বন্ধু ভেবে করি
তোমায় আমি ভালোবাসি
খেলাচ্ছলে লড়ি।