মেয়ে এলো বাপের বাড়ি
সবাই করে তাড়াতাড়ি।
অফিসে বাবা ঘরে মা’র
থেকে-থেকে চিন্তা অপার।
মাঝ রাতে মা’র ঘুম ভেঙে যায়
মেয়ে’র শিয়রে নির্নিমেষ তাকায়।
মেয়ে তার ঘুমের পরশে
নিমগ্ন নিদ্রাদেবীর আবেশে।
ছোট ভাই অতি দুরন্ত
দিদি’র অজ্ঞায় হয়েছে শান্ত।
পুতুল খেলার সাথীরা মজলিসে
চুপি-চুপি কথা কয় উল্লাসে।
শুনত যে কোনো মানা
সে এখন বড় সেয়ানা।
বাবা ও ধমক খায়
করে যদি কোনো বায়না।
ছিল যে পুতুলের আম্মি
হতে চলেছে সে মাম্মি।
যে ছিল চঞ্চল হরিণী
হয়েছে গুরু গম্ভীর ঘরণী।