অপরূপা নীলাকাশে
সাদা মেঘের ছানা,
মাঠে ঘাটে সাদা কাশফুল
তুলতে করে মানা।
শরৎ রানী আসলে পড়ে
পুজো পুজো গন্ধ,
নতুন জামা কিনতে হবে
পড়াশোনা বন্ধ।
কাশের বনে মাতোয়ারা
অপু দুর্গা ছোটে,
জলাশয়ে চেয়ে দেখো
শতদল যে ফোটে।
আগমনীর সানাই বাজে
কাশের দোলা বনে ,
শিউলি ফোটে পদ্ম হাসে
পুলক জাগে মনে।
মহালয়ার পাঁচ দিন পরে
হবে মহাপুজো,
পাড়ার ঠাকুর উদ্বোধনে
আসবে মিসেস জোজো।
দেখতে দেখতে মহাপুজো
দেখি আলোর বন্যা,
কৈলাশ থেকে মা এসেছেন
সঙ্গে পুত্র কন্যা।
ঠাকুর দালান রমরমা যে
আরতি সবাই করে ,
কাঁসর বাজে ঢাকের রবে
মনে খুশি ধরে।
দুর্গা এলেন সেজেগুজে
শিউলি ফুলের গন্ধ ,
বেলী ফুলের সুঘ্রাণ যেন
হৃদে জাগায় ছন্দ।
মহাপুজো পাড়ায় পাড়ায়
মন্ত্র কানে আসে,
নতুন নতুন জামা কাপড়
ছেলে মেয়ে হাসে।
পুজো এলো পুজো গেলো
পুজোয় বিপুল মজা
বিজয়াতে মিষ্টিমুখ যে
খাচ্ছি দেখো গজা।