মনে পরে সাজান থরে থরে –
তোমার স্মৃতির ডালি গহন অন্তরে ,
শুভ জন্মক্ষণে, হাসিমুখে হয়তো দিয়েছিলে চুম্বন ।
কত ত্যাগ , তিতিক্ষা , সুদিনের অপেক্ষা ,
কত প্রলোভন জয় করে শততার অবলম্বন –
আমায় দিয়েছিলে মানবিকতার শিক্ষা ।
তুমিই শিখিয়ে ছিলে কাকে বলে ভালোবাসা-
তোমার হাতধরেই খুঁজেছিলাম স্বপ্নের নব আশা ,
প্রতিক্ষণে শান্ত মনে জেনেছি ত্যাগের মর্ম –
আজ আমি সুখী জেনেছি জীবনের ধর্ম ।
আমার সবকিছু একদিকে অন্যদিকে শুধু তুমি –
ধূসর পৃথিবীর মৌনতা ভেঙ্গে শুধু তোমারি গান শুনি ।
এখন আকাশে তমসার ছায়া ,
কোথায় অভয়া , শুধু মায়াহীনের কায়া ,
এখন সময় আর্তনাদের ভূদরে ।
শুধু তোমার আলোয় সাজানো সুন্দরে –
পুলকে পুলকে নিশিদিন ভেসে যাই ,
বন্ধনহারা সৃষ্টি সুন্দরে দুচোখ ভরে পাই ।
তোমার দেখানো পথেই তো আমার পথচলা ,
আলোর ঝরনাধারায় দাঁড়িয়ে কথাবলা ,
সদাই যেন করে আহ্বান তোমার দূরদৃষ্টি –
সাজায়ে রেখেছ এ ধরাতলে নব নব সৃষ্টি ।
তোমার আলোয় যা কিছু দেখি, সাজানো সুন্দরে ।
আমি দিবানিশি ঘুরে বেড়াই সৃষ্টির বন্দরে ।
আমি গাই তোমার জয়গান –
কেমনে ভুলিবো তোমার আহ্বান ?
তোমার তরীই বাই দিক দিগন্তে –
যত অসহায়’, আর্ত্মের হাতধরি নিশ্চিন্তে ,
এ ধরণীর সবাকারে নেব ,
মনের হরষে প্রেম ভরে দেব –
দ্বিধাহরে নির্মল করো যারা আছে অপাংতেয় ।
তুমি পিতা , তুমি জন্মদাতা , তুমিই পরম গুরু ,
প্রতিটি প্রভাত তোমার আশীষে আমার পথ চলা শুরু ।
ফের যদি ফিরে আসি , আসি যেন তব পদতলে-
পিতৃপরিচয়ে গর্বিত করো এ ধরাতলে ,
বন্দিব তোমারি চরণ , ভরিব অশ্রুজলে –
তোমারি স্মরিয়া চলিতে চাই এ ভূমন্ডলে ।