মন খোঁজে তোমায় সব সময়
খুঁজেও আর পায় না
সারাটা দিন রাত খুঁজে যায়
মন ভুলতে জানে না
খোঁজাই সার অসার সংসার
তাও কি মনে হয় না?
বিষাদ মনে জাগে না আর হর্ষ
উঠেছে সূর্য এনেছে নবীন বর্ষ
ছুঁয়েছে লতানে সবুজ আকর্ষ
বিচ্যুত হই না যেন তার আদর্শ।
বলতে তুমি শুধু গড ব্লেস ইউ
এমন আশিস দেবে নাকি কেউ
কথাগুলো তুলেছে মনে ঢেউ
কড়জোরে জানাই থ্যাংক ইউ।
জলে ভেসে খোঁজে তাই অক্ষিতারা
আকাশে প্রজ্বলিত কোন সে তারা
অসহায় আজ আমি যে দিশাহারা
দাও প্রভু শক্তি কর দৃঢ় শিরদাঁড়া।