আমার জন্মদিন পালিত হয়
পালিত হয় মরণ
পালিত হয় স্মরণ
পালিত হয় ধরন।
পালিত হয় আমার অপমান
পালিত হয় না আমার সম্মান
ক্ষুদ্র কাতর দেহে এ বেদনা না সহে
পালিত হয় না আমার ভৎসনা
পালিত হয় না আমার তিরস্কার
পালিত হয় আমার সকল পুরস্কার
আমি জগৎ ভোলা পথিক
তাই জগৎ আমায় ভুলে যায়
পালিত হচ্ছে সবকিছু নেয়নি কেউ আমার দায়
আমি এখন অভিমানী ধূমকেতুর পাশে দাঁড়াই
পাশ ফিরে দেখি পাশে কেউ নাই;
একদিন পালিত হবে আমার মৃত্যু
মিলেমিশে হবে সব সমান সমান-
একত্রে মিলিবে আমার মিত্র;শত্রু।