শুধু প্রিয় প্রয়োজনে নয়, একান্ত আনমনে
এলোমেলো হোক না হৃদ কাঙ্ক্ষিত হ্রদে !
অভিধানের মতো আক্ষরিক হলে
উড়ু উড়ু আনন্দও আশ্রমিক হয়ে যায় ।
এ গ্রহে পেয়েছো গূঢ় গোছানো নদীর সাক্ষাৎ !
কিংবা কোনও পর্বতের পিঠে
নিভাঁজ ত্বকের নীরবতা !
শুধু সুরে কেন ?
মাঝে মাঝে বেসুরেও ভেসে থাক জীবনের শাখা ।
বহুল বশ্যতায় নয় ,
নামতার নীল মদে নয় , বন্য বিস্ময়ে
ব্যতিক্রমী ভাবনার সৌরবাগানে ,
বোহেমিয়ান বাতাসের মতো নির্ভার হলে
পেতে পারো প্রতি রোমে পারিজাত পাখা ।