না,পারবো না আমি তোমার জন্য আকাশ প্রদীপ জ্বেলে বসে থাকতে।
আর বলবোও না কখনো আমার জন্য গান লিখতে।
যদি লেখো তবে তা অন্যের জন্য লিখো।
বলবো না তোমায় আরও কিছুক্ষণ পাশে থাকতে, তোমার ইচ্ছা মত যেতে পারো।
আর ঝড়বে না কোনো বাদল ধারা কোনো নিশুথ রাতে।
সমুদ্রের ধারে ঘুরে ঘুরে ঝিনুক কুড়াবো, কিন্তু তোমাকে দেওয়ার কথা ভাববো না। সেই তো তুমি ছুঁড়ে ফেলে দেবে।
তোমাকে দেখার সাধ মনের মধ্যে লুকানো আছে, সেই সাধ মুছে ফেলবো।
যদি বলো তোমাকে কাজল করে রাখতে, আমি কাজল পরাই ছেড়ে দেবো।
আমার দিনগুলো বেশ যাচ্ছে কেটে, রাতও পার হয়ে যাচ্ছে, স্মৃতি গুলো রেখেছি গোপনে অশ্রুনদী পার করতে করতে।
পারবো না তোমার আকাশ দুটি চোখের তারা হতে।
জীবন টা আবার আগের মতোই হোক গতিহারা, দিশাহারা যেমন নদী।
সত্যি বলছি আমি আর পারবো না ।