কারখানায় জন্ম আমার
বাস করি লোকের ঘরে।
বিনা পয়সার চাকর আমি
তবু দিইনা কাজে ফাঁকি।
চব্বিশ ঘণ্টা ডিউটি করি
মোছায় সবার পায়ের নোংরা মাটি
থাকি সবার পায়ের নীচে।
সবাই মারে গায়ে লাথি,
কেউ ,টেনে নেই না বুকে
এতই আমি কষ্ট সহ্য করি।
দুর্বিষহ জীবন আমার
কারে কয় সে দুঃখের কথা।
রাখতে আমায় ঘৃণা করে
নিজের এই কঠিন জীবনটা।
তবু দেখো আছি বেঁচে
সবার মুখের দিকে চেয়ে।।
আমি যদি না থাকি গো
তোমাদের ঘরে ও বাইরে,
কেমন রবে, তোমাদের ঘর দুয়ার
পরিষ্কার, পরি্ছন্ন হয়ে।।