ছেড়ে ধর্মে পাপের কর্মে
মগ্ন থাকে যারা,
অশেষ কষ্টে জীবন নষ্টে
মাশুল গুনতে তারা।
অন্যায় পথে পাপের রথে
অসৎ কর্ম করে,
অনুতাপে ভুগে শেষে
চোখের জলটা ঝরে।
সত্য পথে ধর্ম মেনে
সুকর্মে মন দিলে,
পাপের কলুষ ঘুচে গিয়ে
শান্তি মনে মিলে।
লোভের বশে রিপুর দোষে
থাকলে পাপের কর্মে,
বিবেক নাশে বুদ্ধি গ্রাসে
পতিত হবে ধর্মে।
প্রভুর দানে মানব জীবন
কত পূন্যের ফলে,
আঁধার পথে অশেষ দুখে
ভাসবে অশ্রু জলে।
সময় থাকতে মনকে ফেরাও
সত্যের রথে চড়ে,
প্রীতির ভাবে মিলে থাকো
ধর্মের হাতটি ধরে।