পৃথিবীতে যতো ধর্ম আছে
আমি বলবো মানব সেবাই পরম ধর্ম
যে যেই ধর্মের থাকুক না কেনো-
সব ধর্মেই মানবতার কথা রয়েছে।
আর আমরা ধর্মকে পু্ঁজি করে এগিয়ে-
চলছি ;পাপের পথে।
মানুষ!
তোমাদের চলার পথে যার যার সৃষ্টিকর্তার
আদেশ মতো চলতে শেখো;
জগতের পাপ ও পূণ্যের হিসাব সবাইকেই
দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানু রূপে,
বিধাতার লিখন, না যাবে খন্ডন।
সংযত হও-শান্ত হও-বিপথে যেওনা,
যে পথ শান্তির, সে পথ মঙ্গলের প্রাপ্তি।
পাপকে ভয় করো- পাপকে ঘৃনা করো-
পাপীকে নয়।
কারণ-
ওরাও মানুষ।