কালো রঙ সরু গলা
পানকৌড়ি
মাছরাঙা নয় এ তো
ভাবে গৌরী ।
সারাদিন জলে ডুব
মাছ ধরে খায়
সূর্য্য ডোবার আগে
বাড়ি ফিরে যায় ।
সার বেঁধে দলে দলে
ওরা উড়ে চলে
কিচিমিচি কিচিমিচি
কত কথা বলে ।
পাশাপাশি বড় গাছে
বাঁধে ওরা বাসা
হোক পাখি তবু মনে
বড় ভালোবাসা ।
কালো রঙ সরু গলা
পানকৌড়ি
মাছরাঙা নয় এ তো
ভাবে গৌরী ।
সারাদিন জলে ডুব
মাছ ধরে খায়
সূর্য্য ডোবার আগে
বাড়ি ফিরে যায় ।
সার বেঁধে দলে দলে
ওরা উড়ে চলে
কিচিমিচি কিচিমিচি
কত কথা বলে ।
পাশাপাশি বড় গাছে
বাঁধে ওরা বাসা
হোক পাখি তবু মনে
বড় ভালোবাসা ।