মিষ্টি সোনা বুলবুলি ,
তোর গানেতে দোর খুলি।
বন্ধু আপন চন্দনা তোর ,
তার কথাতেই আসে যে ভোর।
শব্দে ভরে কিচির – মিচির ,
চড়াইগুলোর ফন্দি ফিকির ।
সকাল সাঁঝ সবার মাঝে ,
ঐ বটগাছেরই ফাঁকে ।
দস্যি ভারি মুনিয়া আমার ,
বকলে আবার রাগ হয় তার।
শেষে পায়রাবাবু বন্ধু হলো
গমগুলো খেয়েই উড়ে গেল ।