ফুলেশ্বরী নদীর পাড়ে
পল্লীমাতার আঁচল ছায়,
আমার সোনার গ্রামটি সেথা
স্নেহের পরশ মাখে গায়।
সবুজ বরণ ধানশিশুরা
মলয় ছোঁয়ায় নাচে তায়,
ফিঙে চড়ুই বুলবুলি তে
কুটুর কুটুর শস্য খায়।
আলপথ ধরে রাখাল দলে
ধেনু লয়ে মাঠে যায়,
উদাস বাউল গাঁয়ের পথে
একতারা তে গান যে গায়।
ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি
যাচ্ছে হাটে অনেক দূর,
শস্যে ভরা ঝাঁকা নিয়ে
চাষির মনে খুশির সুর।
গাঁয়ের মানুষ মিলেমিশে
থাকে সবাই একসাথে,
পল্লীমায়ের শীতল ছোঁয়ায়
মনটা ভরে রয় তাতে।