পরের বাড়ির কন্যা যখন
শ্বশুর বাড়ি আসে
আদর যত্ন প্রথম প্রথম
দেখে কয়েক মাসে।
পর কখনো আপন হয়
বৌমা শুধু শোনে
বিয়ের আগে মিষ্টি মধুর
স্বপ্নেরা জাল বোনে।
পরের বাড়ির মেয়েরাও যে
আমার আমার করে
বৌ শাশুড়ির দ্বন্দ্ব শুনি
প্রতি ঘরে ঘরে।
পরের বাড়ির কন্যা যখন
শ্বশুর বাড়ি আসে
আদর যত্ন প্রথম প্রথম
দেখে কয়েক মাসে।
পর কখনো আপন হয়
বৌমা শুধু শোনে
বিয়ের আগে মিষ্টি মধুর
স্বপ্নেরা জাল বোনে।
পরের বাড়ির মেয়েরাও যে
আমার আমার করে
বৌ শাশুড়ির দ্বন্দ্ব শুনি
প্রতি ঘরে ঘরে।