পরিযায়ী পাখি যত অসীমের গায়
উড়ে চলে অজানায় আশ্রয়ের তরে
দূর দূরান্তের পথে নব ঠিকানায়
উদ্দাম সাহস সাথে ডানা ভর করে।
নয়া দেশে পরবাসে স্বপ্ন আশা ভরে
বেঁধে নীড় নির্জনেতে থাকে সুখে মেতে
গভীর অরণ্য মাঝে কিংবা নদী চরে
অবাধে বিরাজ করে জলাধার
খেতে।
নিজ দেশ ছেড়ে আসে রৌদ্র তাপ পেতে
জমাট বরফ তায় কষ্ট নিজ দেশে
বাধ্য হয় নীড় ছেড়ে দেশান্তরে যেতে
কিছুকাল থেকে সবে ফিরে আসে শেষে।
পরিযায়ী পাখি নামে পরিচিত তারা
যাযাবর মত ঘুরে হয়ে নীড় হারা।