চেনা বৃত্তের বাইরে অচেনা পৃথিবীর বাসিন্দা আমি।
দগ্ধ অতীতের চাবুক সারা শরীরে।
সান্ত্বনার প্রলেপ গলে গেছে বহুকাল আগেই।
মনে ভিসুভিয়াসের স্ফুলিঙ্গ।
যেখানে ভালোবাসা দিয়ে চাষ করেছিলাম
সোনালী ফসল,
তা আজ অন্য কারোর।
পতিত জমি বন্ধ্যা আজ।
অবহেলিত হতে হতে পরিত্যক্ত হয়ে গেছি।
ভুলের মাশুল গুনতে গুনতে উজাড় হয়েছে
চেনা বৃত্ত।
সূর্যকে বিদায় জানিয়েছি।
আকাশগঙ্গার অন্য কোনো নক্ষত্রপুষ্ট হয়ে আছি।
মনে একটাই সুর বাসা বেঁধেছে,
‘পরিত্যক্ত আমি ‘