পৃথিবীর বুকে আঁকা ছবি এঁকেছিল কোন কবি
আমি তার নাম জানিনা,
অপচয় হয় সময়, তবু এই অপচয় অপচয় নয়
এই ঘূর্ণায়মান পৃথিবীর কাছে———-
দিতে নিজের পরিচয় কিছু লিখে যেতে হয়।
শ্মশানের পানে চেয়ে আছি আজ
এই বুঝি আসে ডাক
যাক; যাক; যাক——
এভাবেই জীবনের বাকিটা বয়ে যাক,
শূন্য কুটিরের আঙিনায় বসে কাঁদি;
বিছানায় শুয়ে বুনি ভাবনার কোন নদী,
নিঃসঙ্গ পাথরের মতো শেওলারা ধরে ঘিরে
আশা ব্যঞ্জন পথিকের বেশ ধরে আমি চলে যাই ফিরে।