পবিত্র ঈদ রাঙিয়ে হৃদ
বহে খুশির ধারা,
চানটা করে উচ্ছাস ভরে
ঈদগাহে যায় তাঁরা।
ঈদ মেহফিল খুশি ঝিলমিল
মনে আলোর বাতি,
সবার সাথে হাতটি হাতে
মাতে দিবা রাতি।
উৎসব মানে সবাই জানে
ধর্মে মর্মে মিশে,
চলে যারা পায় যে তারা
বিপদ পথে দিশে।
সকল ধর্মে শেখায় কর্মে
একসাথে পথ চলা,
পাবে জাহান মুমিনে মান
জ্ঞানীর মুখে বলা।
মিলে থাকলে প্রীতি মাখলে
রবের দোয়া পাবে,
দানটা করো মনটা ভরো
বেহেশতে ঠিক যাবে।