যেমন করে পথ ভোলানো দূর
ছায়ার কোলে লুকোনো রোদ্দুর
তেমনি করে খুঁজিয়ে জড়াও স্রোতে ,
আটকে ঠোঁটে চুমুর সমুদ্দুর ।
একবারে নয় , ঘুর্ণি ঘুড়ির মতো
হ্যাঁচকা টানে হেঁচকি হারায় ক্ষত ,
সহজ কাঁটা পেতো না পথ পাতায়
এক চুমুকে সোহাগ অসম্মত ।
পা বাড়ালেই পাহাড় পিঠে নয়
দমের দাঁড়ে প্রেমের পরিচয় ,
ভরিয়ে রেখো মন পোড়ানো মোমে
পর্যটকী পাওয়াতে বিস্ময় ।