শেষমেষ , রাখঢাক চাক ভেঙে বেরোচ্ছে হূল
শেষমেষ , সততার হাজাপদ প্রায় শেষ ধাপে
শেষমেষ , মিথ্যের ঝুরি মুখে প্রতি জনসভা
অগত্যা , জনগণ দ্বিপ্রহরে ঝাপসা কে মাপে !
তারপর , চোর -ধরা মহাচোর কাঁকড়ের চাল
অতএব , বুদ্ধির উই- ঘরে চুপ চাপ খিল
কেননা , বিপদ ছোট , বড় ডন ওই আসে গুরু
অগত্যা , সয়ে যাওয়া সাময়িক অরাজক কিল !
কিন্তু , ফুটন্ত কিশোর কাঁধে ক্লোরোফিল -বাঁধ
এবং , যুবতী মিছিল মুঠি মিলে ব্যারিকেড
আসলে , বাস্তব শেকড়ে বাড়ে বাস্তবোত্তর
অতঃপর , পথই দেখায় পথ –চলো কমরেড ।