বৃদ্ধ পতি সে আমার রাগ অতি ভারী,
সদা রয় ধ্যানে মগ্ন জটাজুট ধারী।
রেগে গেলে কটু কথা বলতে নাহি ছাড়ে ,
গুনধর জেনে আমি বিয়ে করি তাঁরে।
বাউন্ডুলে মত ঘুরে নেশাতুর হয়ে ,
আফিমের নেশা তাই চলে সঙ্গে লয়ে।
শ্বশানে মশানে ঘুরে ভস্ম গায় মাখে,
নৃত্যতে মত্ততা তাঁর গলে সাপ রাখে।
ডমরু বাজায়ে নাচে যেথায় সেথায় ,
বিয়ে করে আমি তাঁরে লাজে মরি হায়।
লোকে ভোলানাথ বলে উপহাস ছলে,
আত্মভোলা এমনি সে ঢুলে ঢুলে চলে।
হলাহল পান করে ধরে কণ্ঠে বিষ,
ভূত প্রেত সাথে তাঁর থাকে অহর্নিশ।
আমাকেও ভালোবেসে রাখে হৃদি মাঝে,
আমার অপমানে সে রুদ্র রূপে রাজে।
ধন্য মানি আমি তাঁকে পেয়েছি ভাগ্যেতে,
যে যাই বলুক কেন রেখেছে যত্নেতে।
পতিব্রতা হয়ে আমি করি সেবা তাঁর,
বহু পুণ্য ফলে মিলে এ স্বামী আমার।