জীবন তরী পার করলাম রাগে অনুরাগে।
এখনো ফুল ফোটে আমার কুসুম বাগে।
পঁচিশ বছর পার করলাম হেসে খেলে
রজত জয়ন্তী পালন করল আমার ছেলে।
রাগ অনুরাগ নিয়ে সবার জীবন চলে
স্বামী স্ত্রীর অটুট বন্ধন সবাই বলে।
জীবন তরী পার করলাম রাগে অনুরাগে।
এখনো ফুল ফোটে আমার কুসুম বাগে।
পঁচিশ বছর পার করলাম হেসে খেলে
রজত জয়ন্তী পালন করল আমার ছেলে।
রাগ অনুরাগ নিয়ে সবার জীবন চলে
স্বামী স্ত্রীর অটুট বন্ধন সবাই বলে।