তোমার না বলা কথা
ভাষাহীন ভাষার ব্যঞ্জনা!
যত অভিমান, যত অপমান,
নিঃশব্দের শব্দ বিচরণে
নীরবে সয়ে গেছে ঝরাপাতা!
তুমি বুঝেও বোঝনি-
কত অব্যক্ত কথার বর্ণ বিভাজন
ধ্বনিত হয়ে দিকে দিকে ফেরে-
পূর্ণিমার চাঁদ উঁকি দিয়ে যায় অমাবস্যার আকাশে।
চাঁদের কলঙ্কে বুঝি জ্যোৎস্না ঢাকা পড়ে!
সম্পর্কের সমীকরণ লেখা হয় একাদশীর একফালি চাঁদের মতো!
চোরা শিকারি সিঁধ কাটে মূল্যবোধের ঘরে;
চোরাবালিতে নোঙর করে
তবু কত সুখে আছি তুমি-আমি
মেকি সুখের ডানায় ভর করে।