কটাদিন শব্দ বন্ধনী থেকে দুরে থেকে,
পরখ করতে চেয়েছি নিঃশব্দতার হৃদস্পন্দন!
উচ্চকিত ভাষার মুখে লাগাম দিয়েছি কষে,
বর্ণমালাকে নির্জন নির্বাসনে পাঠিয়ে
ধৈর্যশীল অপেক্ষার প্রহর গুনছি ••••••
কোথাও কোন শব্দ লুকিয়ে আছে কি না?
নিঃশব্দ পৃথিবী মুচকি হেসেছে অলক্ষ্যে,
তারপর নিজেকে সাজিয়ে নিয়েছে সাতরঙে!
প্রকৃতির নিজস্ব ভাষায় কথা বলেছে
ঝর্ণা নদী সাগর পাহাড় আকাশ বাতাস,
হেসে উঠছে অরোরাবেরিলিয়াস,
ফুঁসে উঠছে আগ্নেয়গিরির ক্রোধাগ্নি,
প্লাবিত হয়েছে তটভূমি সুনামির জলোচ্ছাসে।
আপ্লুত আমি শব্দ শাসনের শৃঙ্খল মুক্ত হয়ে
অরণ্যের গভীরে মর্মর ধ্বনী শুনতে শুনতে
ছুঁয়ে দেখলাম মনের নির্জনতা।।