পুব আকাশে উঠেছে দেখো রবি
ডুবে গেছে ওরা—-
ভেসে গেছে ওরা—–
এখনো বেঁচে আছি আমি সেই কবি
সেইখানে ও নেই
এইখানে আমি নেই
আছে তার মলম
আছে আমার কলম; বলতে যা বাধা নেই
লোভে মরে ওরা শুধু
আমি দেখি মাঠ ধুধু;
বিকেলগুলো যেন সব নিকেল গড়া
জ্যান্ত মানুষ গুলো আছে তাকিয়ে, যেন সবই মরা,
এখনের সাথে কোন তখন নেই
তখনের সাথে কোন এখন নেই;
এই সঠিকের সাথে কোন দিক নেই
এই পথিকের সাথে কোন পথ নেই,
নাবিকের সাথে কোন নদী নেই
আবেগ ও সাবেকের সাথে কোন যদি নেই
তবুও তো কিছু ছিল বলতে যা বাধা নেই;
গুলে খেয়েছে ওরা সব
তাই আমাদের চিতাতেও মাটি নেই,
মাটির কাছেও আজ নেই কোন ঘাঁটি
লোক শুধু ছুটে মরে করে খাটাখাটি;
গাছ পাতা লতা, সবুজ বনানী আছে যথা তথা
নেই শুধু, নেই শুধু হেথা মানুষ খাঁটি
নেই হেথা; নেই হেথা সঠিক মানবতা।