আশমানী নীলে তোমার পানে চাই। অনন্ত আকাশ! কতো গভীর!
তোমার ওই গভীর নীলে আমি হারাতে চাই।
আমার শহরে নীল,যাপনে নীল, ভালোবাসায় নীল।
বেদনার রঙে নীল। নীলে নীলে আরো বিষাক্ত হতে চাই। তোমাতে হারাতে চাই। এমনই ছিল দীর্ঘ শেষতম কথা। আচ্ছা তুমিই বলো, শেষ কথা বলে কিছু কি হয়!!
ওই দেখো নীলের মাঝে গোলাপি হলুদ ডোবানো সন্ধ্যাবেলা।
মাটির উপরে হলুদ রঙের সর্ষেক্ষেত। সর্ষের দানায় দানায় তোমায় ছুঁতে চাই। একটু উষ্ণতায় ডুবতে চাই!
কাছে যেই এলাম, সব তবে ফাঁকা ফাঁকা কেন মনে হয়!
প্রেম কতো কথা দেয়, কথা গুলো তবে কোথায় যায়!
বলেছিলে,কোন এক রাঙানো বিকেলে দীর্ঘতম চুম্বন হোক। হয়ে গেল দীর্ঘতম শেষ কথা। দেখ বীজ গুলো কেমন আলো,জল চায়, বৃষ্টি চায় ভালোবাসা চায়!
সব বীজ বোধহয় পায় না।
চাইলেই বুঝি সব পাওয়া যায়! ওরা ভিখারী নয়, ওরা তবে আমারই মতো কাঙাল।
ওরা তখন নীল নদী হতে চায়, ভেসে যায়,ভেসে যায়, কুল কিনারা কিছুই না পায়!
এই মায়াময় সন্ধ্যাবেলায়। শুধু কথা গুলো নীরবে নীল! জেগে রয় রাতের আকাশে,কিংবা হেমন্তিকার শীতল বাতাসে, আমন ধানের গন্ধে ভেসে বেড়ায়!!